ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকার ঐতিহ্য কাসিদা আসরের প্রতীকী আয়োজন

প্রকাশিত: ২৩:২২, ৫ মে ২০২১

ঢাকার ঐতিহ্য কাসিদা আসরের প্রতীকী আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে মিশে আছে কাসিদা। রোজার সময় কাসিদার দলগুলো বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করে সেহরির জন্য রোজাদারদের জাগায়। সেই ঐতিহ্য এখন হারাতে বসেছে। কাসিদাকে পুনরুজ্জীবিত করার প্রত্যয়ে মাহে রমজান উপলক্ষে ঢাকাবাসীর উদ্যোগে প্রতীকী হিসেবে কাসিদা আসরের আয়োজন করা হয় মঙ্গলবার। ঢাকার হাজারীবাগ পার্কসংলগ্ন ঢাকাবাসী সংগঠনের কার্যালয়ে আয়োজিত প্রতীকী কাসিদা আসর এবার উৎসর্গ করা হয়েছে শহীদ আহসান উল্লাহ সরদারের স্মৃতির প্রতি। তিনি ছিলেন পুরান ঢাকার ২২ পঞ্চায়েতের সেক্রেটারি। নাগরিক সচেতনার কর্মসূচীতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতীকী হিসেবে এ কাসিদা আসরের আয়োজন করা হয়। কাসিদা পরিবেশন করেন শিল্পী মোঃ নয়ন আহমেদ, মোঃ শমসের, মোনা মিয়া, বিপ্লব, অলি আহমেদ, মোঃ পারভেজ ও মনু মিয়া। কাসিদার মধ্যে উল্লেখযোগ্য গান ছিলো ‘গেলো রে দেখো ঐ মাহে রমজান’, ‘লে আই ই মাহে রমজান্্’। ঈদের গানের মধ্যে ছিলো- ‘দিল সে কিনা দূর কারো, অ্যায় মমিনো গ্যালে মিলো’। কাসিদা শেষে হামদর্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকাবাসীর সভাপতি মোঃ শুকুর সালেক। প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচীর উদ্বোধন ভার্চুয়ালভাবে সম্পন্ন করেন শহিদ উল্লাহ মিনু। ভাচুর্য়ালভাবে অনুষ্ঠানে যোগ দেন ঢাকাবাসীর প্রধান উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইনাম আহমেদ চৌধুরী, যুক্তরাজ্যের প্রবাসী বাঙালী ও সাংবাদিক, ঢাকাবাসীর উপদেষ্টা সুজা মাহমুদ, লস এঞ্জেলস্্ ঢাকাবাসীর উপদেষ্টা সাইফুল ইসলাম, কর্মী সংঘের প্রধান উপদেষ্টা প্রফসর কে. হান্নান, ঢাকাবাসীর আজীবন সদস্য খন্দকার ওবায়দুল বাপ্পি, সদস্য আসাদ, মহাসচিব শেখ খোদা বকস।
×