ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২১:১৩, ৫ মে ২০২১

কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এবং বিভিন্ন সংগঠন ত্রাণসামগ্রী বিতরণ করেছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো- গাইবান্ধা কর্মহীন এবং অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মঙ্গলবার গাইবান্ধায় বিতরণ করা হয়েছে। ৩শ’ কর্মহীন অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, আলু ও সেমাই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপহার বিতরণ কমিটির সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দফতর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ। গোপালগঞ্জ গোপালগঞ্জে অসচ্ছল দুশ’ পরিবারকে করোনাকালীন খাদ্য-সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ। সোমবার রাত ১০টার পর শহরের বিভিন্ন অলি-গলি ঘুরে এসব অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য-সহায়তা প্রদান করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। প্রতিটি পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল, চিনি, পোলাউ চাল এবং ১ প্যাকেট সেমাই, ১টি সাবান ও ৪টি মাস্ক সমন্বয়ে প্যাকেট করে খাদ্য-সহায়তা প্রদান করা হয়। শেরপুর দুস্থদের মাঝে বিতরণের জন্য সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে ২ হাজার ২শ’ শাড়ি বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে হুইপ আতিকের নিজ অর্থায়নে এসব শাড়ি দলের সংশ্লিষ্ট এলাকার নেতাদের নিকট হস্তান্তর করেন তিনি। ওই সময় তিনি এলাকার হতদরিদ্রদের মাঝে সঠিকভাবে শাড়িগুলো বিতরণের নির্দেশনা দেন। শাড়ি হস্তান্তরকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ভূঞাপুর, টাঙ্গাইল সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস হিসেবে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু সেনানিবাসসংলগ্ন এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল রানা, মেজর ইমরুল কায়েসসহ সেনাবাহিনীর অন্য অফিসারবৃন্দ। এতে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, মাস্ক এবং নগদ টাকা বিতরণ করা হয়।
×