ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নামে নামে যমে টানে

একবছর ৪ মাস ২০ দিন সাজা খাটার পর জানা গেল তিনি প্রকৃত আসামি নন

প্রকাশিত: ২১:১৩, ৫ মে ২০২১

একবছর ৪ মাস ২০ দিন সাজা খাটার পর জানা গেল তিনি প্রকৃত আসামি নন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নামের মিল থাকায় মাদকের মামলায় প্রকৃত আসামির পরিবর্তে সাজা খাটছিলেন আরেকজন। হাসিনা বেগম নামের এ নারী কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকার চৌধুরীপাড়ার বাসিন্দা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ বছর ৪ মাস ২০ দিন সাজা খাটার পর প্রমাণিত হল যে, তিনি প্রকৃত আসামি নন। বিষয়টি আদালতের নজরে আসার পর মঙ্গলবার তাকে মুক্তির নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরীফুল আদালত ভূঁইয়ার ভার্চুয়াল আদালতে হাসিনা বেগমকে মুক্তি প্রদানের আদেশ হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ছবিযুক্ত বালামের আসামি হাসিনা আক্তার এবং জেলে থাকা হাসিনা আক্তার একই জন নন উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পঞ্চম আদালতে নজরে সম্প্রতি বিষয়টি আনেন আইনজীবী গোলাম মাওলা মুরাদ। এ প্রসঙ্গে তিনি জানান, একটি মাদক মামলায় ছয় বছরের সাজার আদেশ হয়েছিল হাসিনা আক্তারের। তার জায়গায় একবছর চার মাস বিশ দিন ধরে সেই সাজা খেটে আসছেন হাসিনা বেগম। দুজনেরই নামের প্রথম অংশে মিল রয়েছে, স্বামীর নামও একই। তাদের নামে তফাত আক্তার ও বেগম। দুজনেরই স্বামীর নাম হামিদ হোসেন। উভয়ের বাড়ি একই এলাকায়। তবে ঠিকানায় ভিন্নতা রয়েছে।
×