ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

থানায় অভিযোগ করায় পালিয়ে বেড়াচ্ছে পরিবার

প্রকাশিত: ২১:১২, ৫ মে ২০২১

থানায় অভিযোগ করায় পালিয়ে বেড়াচ্ছে পরিবার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ মে ॥ সাভারে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করায় প্রায় দেড় মাস যাবত অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। এদিকে সুষ্ঠু বিচার করে দেয়া হবে এমন কথা বলে ভুক্তভোগী ওই পরিবারের কাছে এক লাখ টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে সাভার মডেল থানার এক কর্মকর্তার বিরুদ্ধে। জানা গেছে, গত ২৪ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে সাভারের বনগাঁও ইউনিয়নের বোরহানুদ্দিনের স্ত্রী ও তার ছেলে ফারুককে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একই এলাকার মোঃ কোরবান আলী, মোঃ আকাশ, নুর ইসলাম, শাহআলম ও আলমের বিরুদ্ধে একটি অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী ফারুক বলেন, ঘটনার দিন রাতে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সাভার থানায় একটি অভিযোগ করেন আমার বাবা। পরের দিন বিকেলে তদন্ত করতে সাভার থানার এসআই নাজিউর রহমান আমাদের বাসায় আসেন। এ সময় তিনি বলেন, যদি আপনারা সুষ্ঠু বিচার চান তাহলে এক লাখ টাকা দিতে হবে। সেই টাকা উর্ধতন কর্মকর্তাদেরও দিতে হবে। তা না হলে আপনারা সঠিক বিচার পাবেন না। এ কথা বলার পর আমি তাকে পাঁচ হাজার টাকা দেই। তিনি অভিযোগ করে আরও বলেন, পরবর্তীতে আমি আর টাকা দিতে না পারায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করেননি তিনি। এখন অভিযুক্তরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমার পরিবারের সবাই প্রায় দেড় মাস যাবত নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি।
×