ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিতৃপরিচয় নেই

মানসিক ভারসাম্যহীন তরুণীর কোলজুড়ে এলো ফুটফুটে সন্তান

প্রকাশিত: ২১:১১, ৫ মে ২০২১

মানসিক ভারসাম্যহীন তরুণীর কোলজুড়ে এলো ফুটফুটে সন্তান

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৪ মে ॥ তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীর কোল জুড়ে এলো ফুটফুটে ছেলে সন্তান। জন্ম নেয়া ওই সন্তানের বাবা হলো না কেউ। তবে ওই মানসিক ভারসাম্যহীন তরুণী সম্পর্কে কোন তথ্য কেউ দিতে পারছে না। এ বিষয়টি নিয়ে নানান কানাঘুষা শুরু হয়েছে উপজেলা জুড়ে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই মানসিক ভারসাম্যহীন তরুণী চার মাস পূর্বে উপজেলা সদরের তাহিরপুর বাজারে বিভিন্ন স্থানে অবস্থান করে। বাজারের রেস্তরাঁগুলোর কর্মচারী-মালিক ও বাজারে আসা লোকজন স্থনীয় ক্রেতা যা খেতে দিত তাই খেয়ে তার চলছিল। দিন দিন তার শারীরিক পরিবর্তন হতে থাকলে অন্তঃসত্ত্বার বিষয়টি সবার নজরে পড়ে। তার সন্তান ভূমিষ্ঠের বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েন। এমনি করে আরও কয়েকমাস চলে যায়। গত সোমবার (৩ মে) সকালে ওই মানসিক ভারসাম্যহীন তরুণীর প্রসব ব্যথা উঠলে তাকে বাজার কমিটির দায়িত্বশীল লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফুটফুটে একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে মা- ছেলে দু’জনকেই। কর্তব্যরত চিকিৎসক, নার্স, আয়া-মাসীরা জানিয়েছেন তারা সুস্থ রয়েছে। তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী বলেন, ওই পাগলি চার মাস পূর্বে আমাদের বাজারে আসে এবং অবস্থান শুরু করে। মঙ্গলবার সকালে প্রসব ব্যথা উঠলে আমাদের বাজার কমিটির লোকজন তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়। নবজাতকটিকে লালন-পালনে অনেকেই আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন। কয়েকজন ওই নবজাতককে দত্তক হিসেবে নিতে চাইছেন। বিষয়টি নিয়ে যখন স্থানীয়ভাবে চলছে নানান কানাঘুষা ঠিক তখনই প্রশাসনের সহায়তায় এই মানসিক ভারসাম্যহীন তরুণীর বাচ্চাকে দত্তক নিতে চান পার্শ্ববর্তী বিশ^ম্ভরপুর উপজেলার এক নারীও। তিনি নিজ সন্তানের মতো লালন-পালন করতে চান।
×