ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা

প্রকাশিত: ২১:১০, ৫ মে ২০২১

বগুড়ায় মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ মঙ্গলবার সকালে বগুড়ায় প্রকাশ্যে মহাসড়কের ওপর গুলি করে মোজাফফর হোসেন (৫৫) নামে এক সিএনজি চালিত অটোরিক্সা যাত্রীকে হত্যা করা হয়েছে। তিনি ঝাঁড়-ফুঁক ও পানি পড়া দিয়ে কবিরাজি এবং একটি মাদ্রাসা পরিচালনাসহ শিক্ষকতা করতেন। বাবা হুজুর নামে তিনি পরিচিত ছিলেন। দুর্বৃত্তরা অটোরিক্সা থামিয়ে তাকে গুলি করে চলে যায়। পুলিশ ও একাধিক সূত্র জানায়, মোজাফ্ফর হোসেন নাটোরের সিংড়ার সুকাশ লয়দাপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। তিনি শহরের কারবালা এলাকায় পরিবারসহ থাকতেন এবং নিশিন্দারা মধ্যপাড়ায় দারুল হেদায়া নামে একটি কওমি মাদ্রাসা পারিচালনা করতেন। মঙ্গলবার সকালে তিনি সিএনজি চালিত অটেরিক্সায় গ্রামের বাড়ি সিংড়া থেকে শহরের দিকে আসছিলেন। পথে সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম কৃষি কলেজের সামনে তার ওপর হামলা হয়। পুলিশ জানায়, ওই স্থানে সড়ক ভাঙ্গা ছিল। এসময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত অটোরিক্সার গতিরোধ করে এবং অটোরিক্সার যাত্রী মোজাফ্ফর হোসেনকে লক্ষ্য করে কাছ থেকে পর পর কয়েকটি গুলি চালায়। দুর্বৃত্তদের আর কেউ অন্য কোন মোটরসাইকেলে ছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি। তার বুকে ও পেটে ৪/৫টি গুলি লাগে। হত্যাকারীরা একাধিক গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সাতক্ষীরায় হামলায় ব্যবসায়ী নিহত স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ও মারপিটে আম ব্যবসায়ী রফিকুল ইসলাম নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল (৫৫) মাটিকোমড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, বাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জমিতে ছাই ও ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী বাশারাত আলীর সঙ্গে রফিকুলের কথা কাটাকাটি হয়। ঝিনাইদহে বিধবা নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, শৈলকুপায় রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে শৈলকুপার ত্রিপাকান্দি গ্রামের খালপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী।
×