ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বীমা ও আর্থিক খাতের ওপর ভর করে সূচক বাড়ল

প্রকাশিত: ২০:৫৫, ৫ মে ২০২১

বীমা ও আর্থিক খাতের ওপর ভর করে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বীমা ও আর্থিক খাতের ওপর ভর করে সূচক বেড়েছে। তবে এর বাইরের বেশ কিছু কোম্পানির দর বেড়েছে। দুই দিন মূল্য সংশোধনের পর কঠোর লকডাউনের মধ্যে শেয়ারবাজারে ধারাবাহিক সূচকের উল্লম্ফনের ধারা মঙ্গলবারও অব্যাহত রয়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় সেখানে লেনদেন বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি জীবন বীমা কোম্পানির মধ্যে ছয়টির দর বাড়ল এক দিনে যত বাড়া সম্ভব ততই। সর্বাধিক দর বৃদ্ধির ছয়টি কোম্পানিই এই খাতের। কোন কোম্পানির দর কমেনি। তিনটির দর কেবল অপরিবর্তিত ছিল। সাধারণ বীমা খাতের ৩৮টি কোম্পানির মধ্যে দাম কমেছে কেবল তিনটির। পাল্টায়নি দুটির। আরও বেড়েছে ৩৩টির দর। আর্থিক খাতে চাঙ্গাভাব দেখা গেছে পর পর দুই দিন। এই খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১২টির দাম বেড়েছে। টাকার অঙ্কে সবচেয়ে বেশি দুই টাকা ৩০ পয়সা বেড়েছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের দর। লংকাবাংলার দর বেড়েছে ৯০ পয়সা। বে লিজিং, বিডি ফিন্যান্স, ইসলামিক ফিন্যান্সের দর বেড়েছে ৫০ পয়সা করে। বাকিগুলো ১০ থেকে ৪০ পয়সা করে বেড়েছে। বস্ত্র খাতেরও বেশ কিছু কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে শতকরা হিসেবে সবচেয়ে বেশি বেড়েছে ম্যাকসন্স ও মেট্রো স্পিনিং মিলসের শেয়ার দর। ১০ শতাংশের কাছাকাছি বেড়েছে দর। ডেল্টা স্পিনার্সের দরও বেড়েছে ৯ শতাংশের বেশি। উল্লেখযোগ্য সংখ্যক বেড়েছে মালেক স্পিনিং মিলসের দরও। মঙ্গলবার পুঁজিবাজারে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে দুটিই ছিল বীমা খাতের। একটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং অপরটি সানলাইফ ইন্স্যুরেন্স। দিনের সর্বোচ্চ ১০ শতাংশ করে শেয়ার দর বেড়েছে এই দুই কোম্পানির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৫ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৮ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৪৭টির। দর পাল্টায়নি ৬৭টির। লেনদেন হয়েছে মোট ১ হাজার ৩৫৬ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি টাকা।
×