ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে ৮৫৫ ভূমিহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর দর্শনীয় পাকা বাড়ি : পরিদর্শনে ডিসি

প্রকাশিত: ২০:২২, ৪ মে ২০২১

পীরগঞ্জে ৮৫৫ ভূমিহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর দর্শনীয় পাকা বাড়ি : পরিদর্শনে ডিসি

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের আস্থার প্রতীক, উন্নয়নের জাদুকর, দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে ও তার কার্যালয়ের বরাদ্দকৃত অর্থায়নে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৮৫৫ জন ভূমিহীন মানুষের জন্যে নির্মিত হচ্ছে দর্শনীয় রঙিন পাকা বাড়ি। নির্মাণ কাজ প্রায় ৭০ ভাগ সমাপ্ত হয়েছে। রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে,এম কামরুজ্জামান সেলিম পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও (নতুনবাজার) ও গোদাগাড়ী নামক স্থানে নির্মাণাধীন উন্নত মানের ও দর্শনীয় রঙিন পাকা বাড়ির নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে নির্মাণ কাজের বাস্তব চিত্র ও আধুনিকতা দেখে তিনি মুগ্ধ হন। প্রথম পর্যায়ে ৩৫৫টি পাকা বাড়ি নির্মাণে জন্যে ৬ কোটি ৭ লক্ষ ৫ হাজার টাকা ও দ্বিতীয় পর্যায়ে ৫০০টি বাড়ি নির্মাণে জন্যে ৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এসব বরাদ্দকৃত অর্থ দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ শামিম আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম উন্নত মানের ইট, সিমেন্ট, রঙিন টিন, প্লেনসিট, লোহার এঙ্গেল, রড ও অন্যান্য উপকরণ ক্রয় করে দক্ষ জনবল দিয়ে এসব পাকা বাড়ি নির্মাণ করছেন। ঘর নির্মাণের স্টিমেটের বাহিরেও অনেক কিছু সংযোজন করা হয়েছে নির্মাণ কাজে। ঘর গুলো মূলত যুগ যুগ বসবাসের উপযোগী, দর্শনীয় ও আধুনিক রুপে তৈরি করার জন্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্মাণ কাজ সার্বক্ষনিক তদারকি করছেন। যে সব ভূমিহীন ব্যক্তিরা এসব বাড়িতে বসবাস করবেন বাড়ি দেখে যেন তাদের মন ভরে যায়। তাদের আত্মমর্যাদা, সম্মান ও মূল্যেবোধ বৃদ্ধি পায়। বাড়ি ও জমির মালিকানা পেয়ে সুখে শান্তিতে ঘরে বসবাস করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে যেন তারা প্রাণ খুলে দোয়া করেন। সেই লক্ষ্যে নির্মাণ কাজে সর্বাত্বক গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ মোঃ আখতারুল ইসলাম নিজ উদ্যোগে গ্রাম গঞ্জে গিয়ে নির্মাণ কাজ তদারকি করছেন। মে মাসের শেষের দিক অথবা জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সকল নির্মাণ কাজ সুচারু ভাবে সমাপ্ত হবে বলে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এ প্রতিনিধিকে জনান।
×