ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবা হলো না কেউ

সুনামগঞ্জে মানসিক ভারসাম্যহীন তরুনীর কোল জুড়ে ফুটফুটে সন্তান

প্রকাশিত: ১৮:১৬, ৪ মে ২০২১

সুনামগঞ্জে মানসিক ভারসাম্যহীন তরুনীর কোল জুড়ে ফুটফুটে সন্তান

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জের তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুনীর কোল জুড়ে এলো ফুটফুটে ছেলে সন্তান। জন্ম ওই সন্তানের বাবা হলো না কেউ। তবে ওই মানসিক ভারসাম্যহীন তরুণী সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারছেনা। এ বিষয়টি নিয়ে নানান কানাঘুষা শুরু হয়েছে উপজেলা জুড়ে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই মানসিক ভারসাম্যহীন তরুনী চার মাস পূর্বে উপজেলা সদরের তাহিরপুর বাজারে বিভিন্ন স্থানে অবস্থান করে। বাজারের রেস্তুরাগুলোর কর্মচারী-মালিক ও বাজারে আসা লোকজন স্থনীয় ক্রেতা যা খেতে দিত তাই খেয়ে তার চলছিল। দিন দিন তার শারীরিক পরিবর্তন হতে থাকলে অন্তঃন্ত¡ার বিষয়টি সবার নজরে পড়ে। তার সন্তান ভূমিষ্ঠের বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েন। এমনি করে আরো কয়েকমাস চলে যায়। গত সোমবার (৩ মে) সকালে ওই মানসিক ভারসাম্যহীন তরুণীর প্রসব ব্যথা উঠলে তাকে বাজার কমিটির দায়িত্বশীল লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফুটফুটে একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে মা-ছেলে দু’জনকেই। কর্তব্যরত চিকিৎসক, নার্স, আয়া-মাসীরা জানিয়েছেন তারা সুস্থ রয়েছে। তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী বলেন, ওই পাগলী চার মাস পূর্বে আমাদের বাজারে আসে এবং অবস্থান শুরু করে। আজ সকালে প্রসব ব্যথা উঠলে আমদের বাজার কমিটির লোকজন তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়। নবজাতকটিকে লালন-পালনে অনেকেই আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন। কয়েকজন ওই নবজাতককে দত্তক হিসেবে নিতে চাইছেন। বিষয়টি নিয়ে যখন স্থানীয়ভাবে চলছে নানান কানাঘুষা ঠিক তখনই প্রশাসনের সহায়তায় এই মানসিক ভারসাম্যহীন তরুণীর বাচ্চাকে দত্তক নিতে চান পার্শবর্তী বিশ^ম্ভরপুর উপজেলার এক নারীও। তিনি নিজ সন্তানের মতো লালন-পালন করতে চান। উপজেলা সমাজসেবা অফিসারের দেয়া তথ্যমতে ও স্থানীয়দের সহায়তায় ওই নারীকেই বেশী আগ্রহী ও দায়িত্বশীল মনে হয়েছে প্রশসনের। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বলেন, শিশুটি ও মা দু’জনই ভালো আছে। এই মুহুর্তে তাদের কোনো সমস্যা নেই। তারা আমাদের পর্যবেক্ষণে রয়েছে। এখন স্থনীয় প্রশাসন যে ব্যবস্থা নেয় সেই ভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এব্যপারে তাহিরপুর উপজেলা নির্বহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, যেহেতু নবজাতক সন্তানটি লালন-পালন ও ভরণপোষণ করা মানসিক ভারসাম্যহীন তরুণীর পক্ষে অসম্ভব। সেহেতু বাচ্চাটির লালন-পালন ও ভরণপোষণের বিষটি প্রশাসনের নজরে আসে। বাচ্চাটিকে দত্তক নিতে চায় এরকম একাধিক লোকজন আগ্রহী হয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে। তাই নবজাতকটিকে দত্তক নিতে চাওয়া লোকজন থেকে উপজেলা সমাজসেবা অফিসারের দেয়া তথ্যমতে ও স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে বিশ^ম্ভরপুর উপজেলার এক নারীকে দত্তক দেয়ার কথা ভাবছি।
×