ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ভিটা থেকে উৎখাত করার চেষ্টা

প্রকাশিত: ১৬:৫৩, ৪ মে ২০২১

ঝালকাঠিতে ভিটা থেকে উৎখাত করার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি পরিবারকে উৎখাত করার জন্য কৌশল অবলম্বন করে রাতের আধারে পারিবারিক বিদ্যুৎ সংযোগের লাইনের তার কেটে নেয়া হয়েছে। এই গ্রামের শেফালি বেগমের পরিবারের বিদ্যুৎ সংযোগ লাইনটি কেটে নেয়ায় শেফালি বেগমের স্বামী প্যারালাইসিস রোগে আক্রান্ত মো: মিজানুর রহমানের জীবনের জন্য ঝূঁকি সৃষ্টি হয়েছে। শেফালি বেগমের প্রতিপক্ষ মো: আরাফাত ওরফে সোহাগ এই গর্হিত কাজটি করেছে মর্মে পুলিশের প্রাথমিক তদন্তে প্রমানিত হয়েছে। গত ৩ মে রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শেফালি বেগম ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ মঙ্গলবার সরেজমিন তদন্ত করেছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান জানান, শেফালি বেগম তার ভাই মো: মোস্তাফিজুর রহমানের অংশে বসবাস করেন এবং তার ভাই অন্যত্র পেশাগত কারণে থাকায় বোনকে এই জায়গায় বসত ঘর করে দিয়েছেন। শেফালি বেগমের আপন বড় ভাইয়ের ছেলে মো: আরাফাত সোহাগের সাথে পৈত্রিক এই জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে। এই জায়গা থেকে শেফালি বেগমকে উৎখাত করতে পারলে মো: আরাফাত সোহাগ এই জায়াগা ভোগ-দখলে নিতে পারে। এজন্যই এই হীন কর্মকান্ড। এই এলাকার বাসিন্দা সোহাগ জানান, শেফালি বেগমকে এলাকা ছাড়া করার জন্য কৌশল অবলম্বন করে এই কাজ করেছে তার প্রতিপক্ষ।
×