ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটোরে আগামী ২০ মে থেকে আম লিচু সংগ্রহের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৫:৫১, ৪ মে ২০২১

নাটোরে আগামী ২০ মে থেকে আম লিচু সংগ্রহের সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে আগামী ২০ মে থেকে আম এবং ১০ মে থেকে লিচু বিক্রির দিন ঠিক করে দিলেন জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম লিচু সংগ্রহের বিষয়ে ফল চাষী ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফল চাষী ও ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গোপাল ভোগ ২০ মে, মোহনভোগ ১৫ জুন, ল্যাংড়া ৫ জুন, খিরসাপাত ২৮ মে, লক্ষণভোগ ২৫ মে থেকে সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুনসহ ফল চাষী ও ব্যবসায়ী নের্তৃবৃন্দ।
×