ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে দু’শ অস্বচ্ছল পরিবারকে খাদ্য-সহায়তা প্রদান করেছে পুলিশ

প্রকাশিত: ১৪:১৬, ৪ মে ২০২১

গোপালগঞ্জে দু’শ অস্বচ্ছল পরিবারকে খাদ্য-সহায়তা প্রদান করেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে অস্বচ্ছল দু’শ পরিবারকে করোনাকালীন খাদ্য-সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ। সোমবার রাত ১০টার পর শহরের বিভিন্ন অলি-গলি ঘুরে এসব অস্বচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য-সহায়তা প্রদান করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। প্রতিটি পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল, চিনি, পোলাউ চাল এবং ১ প্যাকেট সেমাই, ১টি সাবান ও ৪টি মাস্ক সমন্বয়ে প্যাকেট করে খাদ্য-সহায়তা প্রদান করা হয়। খাদ্য-সহায়তা বিতরণে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তাদের অনেকে অংশ নেন।
×