ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাস্ক না পরায় বসুন্ধরা সিটির একাধিক ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১৪:০৫, ৪ মে ২০২১

মাস্ক না পরায় বসুন্ধরা সিটির একাধিক ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক ॥ স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরা নিশ্চিত করতে একযোগে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরায় বসুন্ধরা সিটি শপিংমলের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার (৪ মে) বেলা সোয়া ১২টা থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক। অভিযান চলাকালে দেখা যায়, ক্রেতারা মাস্ক পরলেও ব্যবসায়ীরা মাস্ক পরছেন না। এ কারণে এখন পর্যন্ত ১২ জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক বলেন, দুপুর থেকে অভিযান চলছে। এ সময় কিছু কিছু দোকানি মাস্ক না পরেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। এই অপরাধে তাদের ২০০, ৩০০ ও ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
×