ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চালু হচ্ছে আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুত সঞ্চালন লাইন

প্রকাশিত: ১২:০৮, ৪ মে ২০২১

চালু হচ্ছে আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুত সঞ্চালন লাইন

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ঘনঘন বিদ্যুত বিভ্রাট নিরসনে চলতি মে মাসেই চালু হচ্ছে আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো, গোমস্তাপুরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান। গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বিদ্যুত বিভ্রাট বেড়ে যাওয়ায় প্রাহকদের মাঝে ক্ষোভ বৃদ্ধি পাওয়ায় এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান রবিবার (২মে) রাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান তার সঙ্গে উপস্থিত ছিলেন। সাবেক সাংসদ জিয়াউর রহমান জানান, এ বিষয়ে নেসকোর রাজশাহী অঞ্চলের ঊদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে এলাকার বিদ্যুত সমস্যা নিয়ে মোবাইলে আলাপ হয়। আলাপে আমনুরা থেকে রহনপুরে বিদ্যুত সরবরাহ চালুর বিষয়টি প্রাধান্য পায়। এরই প্রেক্ষিতে রবিবার রাতে নেসকো লিঃ নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ রহনপুর কার্যালয়ে বিদ্যুত কর্মকর্তাদের সঙ্গে তার আলাপ হয়। আলাপকালে নেসকো লিঃ রহনপুর শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান আশ্বস্ত করেন চলতি মে মাসের মধ্যেই আমনুরা থেকে রহনপুর পর্যন্ত নতুন সংযোগটি চালু করা হবে। এর ফলে গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বিদ্যুত বিভ্রাট অনেকাংশে কমে আসবে।
×