ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএসসির পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০০:৫৭, ৪ মে ২০২১

এসএসসির পদার্থবিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা হাই স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা ই-মেইল: [email protected] অধ্যায়: ৩ ॥ বল জ্ঞানমূলক প্রশ্নোত্তর ২৬। মেঝের উপর দিয়ে একটি বাক্সকে টেনে নেওয়ার সময় আমরা কোন বল প্রয়োগ করি? উত্তর : টান বল ২৭। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? উত্তর : ১০-১৫ স ২৮। বেশি শক্তিশালী বলের নাম কী? উত্তর : সবল নিউক্লিয় বল ২৯। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? উত্তর : ১০-১৬ স এর কম ৩০। সবলতার বিচারে মাঝারি ধরনের বলের নাম কী? উত্তর : তড়িৎ বল ৩১। অস্পর্শ বল কাকে বলে? উত্তর : দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। ৩২। স্পর্শ বল কাকে বলে? উত্তর : যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। ৩৩। চারটি মৌলিক বলের মধ্যে কোন বলের তীব্রতা বেশি? উত্তর : সবল নিউকিয় বলের ৩৪। তাড়িতচৌম্বক বল কাকে বলে? উত্তর : দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে তাড়িতচৌম্বক বল বলে। ৩৫। নিউকিয়াসের স্থায়ীত্বের জন্য কোন বল দায়ী? উত্তর : সবল নিউকিয় বল ৩৬। দুটি আহিত কণা গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়? উত্তর : চৌম্বক বল ৩৭। দুর্বল নিউকিয় বল কাকে বলে? উত্তর : যে স্বল্প পাল্লার বল নিউকিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে কাজ করে তাকে দুর্বল নিউকিয় বল বলে। ৩৮। সাম্য বলগুলোর লব্ধির মান কত? উত্তর : শূন্য ৩৯। কোন বলের কারণে নিউকিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি হয়? উত্তর : দুর্বল নিউকিয় বলের কারণে ৪০। কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে? উত্তর : মহাকর্ষ বলের কারণে ৪১। অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কীসের পরিবর্তন ঘটে? উত্তর : বেগ এবং দিকের ৪২। কোনো বস্তুর উপর লব্ধি বল শুন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে? উত্তর : স্থির থাকবে ৪৩। ঘর্ষণ বল কাকে বলে? উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। ৪৪। কোন বলের লব্ধি শূন্য হয়? উত্তর : সাম্য বলের ৪৫। দুটি চৌম্বক মেরুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে কী বলে? উত্তর : তাড়িতচৌম্বক বল ৪৬। অসাম্য বল কাকে বলে? উত্তর : যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে অসাম্য বল বলে। ৪৭। দুর্বল নিউকিয় বলের কারণে কী ক্ষয় হয়? উত্তর : ৪৮। ভরবেগের মাত্রা লিখ। উত্তর : গখঞ-১ ৪৯। ভরবেগের একক কী? উত্তর : শমসং-১ ৫০। ভরবেগ কোন রাশি? উত্তর : ভেক্টর রাশি
×