ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্নাটকে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু

প্রকাশিত: ২৩:৩০, ৪ মে ২০২১

কর্নাটকে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সবকটি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ১২৯ জন। এর মধ্যে ৩২ লাখ ২২ হাজার ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩ কোটি ১৩ লাখ ৪ হাজার ২১৬ জন। খবর এএফপি, বিবিসি, দ্য হিন্দু, এএনআই, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ জন চিকিৎসাধীন করোনা রোগী মারা গেছেন। রবিবার মধ্যরাতের দিকে রাজ্যের সম্রাজ্যনগর শহরের একটি সরকারী হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। হাসপাতালটিতে মোট ১৪৪ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। মৃতদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই মারা গেছেন এই হতভাগ্য রোগীরা। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত হাসপাতালটিতে অক্সিজেন না থাকায় একে একে ২৪ রোগী মারা যান। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জেলা কর্মকর্তাদের ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাভারাযা বোম্মাই ডিজিপি-আইজিপি প্রবীণ সুদকে অধিকতর তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলেছেন। করোনায় ভারতে আরও ৩৪১৭ জনের মৃত্যু ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়লেও সোমবার তা কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৪ হাজার। সর্বশেষ পরিসংখ্যানে দৈনিক মৃত্যুও নেমে এসেছে সাড়ে তিন হাজারের নিচে। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। যা রবিবারের তুলনায় প্রায় ২৪ হাজার কম। তবে সোমবারের পরিসংখ্যনে দৈনিক মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪১৭ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনে।
×