ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলকাতা-ব্যাঙ্গালুরু ম্যাচ স্থগিত

করোনার হানা আইপিএলে

প্রকাশিত: ২১:২৭, ৪ মে ২০২১

করোনার হানা আইপিএলে

স্পোর্টস রিপোর্টার ॥ ভয়াবহ করোনায় বেসামাল ভারত ছেড়ে ইতিমধ্যে নিজ নিজ দেশে ফিরে গেছেন কেন রিচার্ডসন, এ্যান্ড্রু টাই, এ্যাডাম জাম্পা, লিয়াম লিভিংস্টোন। আইপিএল বন্ধের আহ্বান জানিয়েছিলেন এ্যাডাম গিলক্রিস্ট, শোয়োব আকতারের মতো গ্রেট। এতকিছুর পরও ইন্ডিয়ান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছেন, টুর্নামেন্ট বন্ধ বা স্থগিতের কোন কারণ দেখছেন না তিনি। তার রেশ না ফুরোতেই মরণঘাতী ভাইরাস ঢুকে পড়ল খোদ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়া ও দুই স্টাফসহ আক্রান্ত হয়েছেন অন্তত চারজন। ফলে স্থগিত হয়ে গেছে সোমবার কলকাতা-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার দিনের একমাত্র ম্যাচটি। যদিও এ রিপোর্ট লেখার সময় আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মাচের ভেন্যু আহমেদাবাদ তথা গুজরাট ক্রিকেট এ্যাসোসিয়েশন ও ফ্র্যাঞ্চাইজি ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। আহমেদাবাদের শ্রী নরেন্দ্র মোদি স্টেডিয়াম কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, ‘গত চারদিনে তৃতীয় রাউন্ড পরীক্ষার পর বরুণ এবং সন্দীপ করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সবারই কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দুজনকেই অন্য ক্রিকেটারদের থেকে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাদের পরীক্ষা করছেন। ফলে কলকাতা-ব্যাঙ্গালুরু ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই ম্যাচের নতুন তারিখ জানানো হবে।’ জানা গেছে সম্প্রতি কাঁধের চোটের জন্য স্ক্যান করাতে জৈব সুরক্ষা বলয় ছেড়ে হাসপাতালে গিয়েছিলেন স্পিনার বরুণ চক্রবর্তী। সেখানেই তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। ক’দিন আগে আইপিএল ছেড়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফেরা জাম্পা সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ভারতে জৈব সুরক্ষা বলয় তার দৃষ্টিতে ‘সবচেয়ে নড়বড়ে’। পাশাপাশি এটাও যোগ করেন, সংযুক্ত আরব আমিরাতে ২০২০ আইপিএল যে জৈব সুরক্ষা বলয়ে হয়েছিল সেটি এবারের আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের চেয়ে শক্তিশালী ছিল। পরে এই কথা নিয়ে সমালোচনা শুরু হলে বিবৃতি দিয়ে পিছিয়ে এসেছিলেন জাম্পা। কলকাতা শিবিরে করেনার হানায় এখন জাম্পার কথাই সত্যি হলো। মাঠেও সময়টা মোটেও ভাল যাচ্ছে না অধিনায়ক ইয়ন মরগান, বস্ শাহরুখ খান, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতার। খেলা সাত ম্যাচে পাঁচ হারের বিপরীতে জয় মাত্র দুটি। টেবিলের সাত নম্বরে থাকা কেকেআরের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় দরকার ছিল, করেনায় সেটিও স্থগিত হয়ে গেল।
×