ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেনাল্টি মিস করেও নায়ক মেসি

প্রকাশিত: ২১:২৬, ৪ মে ২০২১

পেনাল্টি মিস করেও নায়ক মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছেন সুপারস্টার লিওনেল মেসি! তা না হলে নায়ক থেকে খলনায়ক হতে হতো তাকে। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বার্সিলোনা। এ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও স্বাগতিক ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়ে ভালভাবেই শিরোপা রেসে আছে কাতালানরা। মেস্টালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে বার্সার জয়ে অসামান্য অবদান রেখেছেন রেকর্ড সর্বোচ্চ ছয়বারের ফিফাসেরা তারকা মেসি। কিন্তু ৫০ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়া বার্সার হয়ে তিনি ৫৭ মিনিটে পেনাল্টি মিস করেন। কিন্তু পেনাল্টি মিসের পর ওই মিনিটেই গোল করে প্রায়শ্চিত্ত করেন আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত গোলটি না হলে বার্সাকে হয়তো চড়া মূল্য দিতে হতো। উপভোগ্য ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পাঁচ মিনিট পর গ্যাব্রিয়েল পলিস্টা গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন। সাত মিনিট পর ঘটনাবহুল গোলে সমতা ফেরান মেসি। ভালেন্সিয়ার ডি বক্সে ডিফেন্ডার টনি লাতো ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মেসির ক্রস ফেরানোয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু বার্সিলোনা অধিনায়কের দুর্বল স্পটকিক রুখে দেন স্বাগতিক গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। ফিরতি বলে পেড্রির নেয়া শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। এরপরও বল ক্লিয়ার হয়নি। ফাঁকায় বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মেসি। সেইসঙ্গে হাফ ছেড়ে বাঁচেন ক্ষুদে জাদুকর ও বার্সা। এরপর ৬৩ মিনিটে এ্যান্টোনিও গ্রিজম্যান গোল করে বার্সাকে এগিয়ে নেন। ৬৯ মিনিটে ফ্রিকিকে গোল করে বার্সাকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন মেসি। ৮৩ মিনিটে কার্লোস সোলের ভ্যালেন্সিয়ার হয়ে দুর্দান্ত গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত অবশ্য আর পেরে ওঠেনি স্বাগতিকরা। এই জয়ের পর ৩৪ রাউন্ডের খেলা শেষে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৭৬ পয়েন্ট নিয়ে ওপরে এ্যাটলেটিকো মাদ্রিদ।
×