ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বরেকর্ডে টেস্ট ক্রিকেটে অভিষেক জয়াবিক্রমার

প্রকাশিত: ২১:২৬, ৪ মে ২০২১

বিশ্বরেকর্ডে টেস্ট ক্রিকেটে অভিষেক জয়াবিক্রমার

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্যদেবী দারুণ সহায় ছিলেন প্রাভিন জয়াবিক্রমার প্রতি। কারণ আকিলা ধনঞ্জয়া বোলিং এ্যাকশনের নিষেধাজ্ঞা পাওয়ার পর লাসিথ এম্বুলদেনিয়া এখন শ্রীলঙ্কার নিয়মিত টেস্ট স্পিনার। তার বিকল্প হিসেবে আছেন ভানিন্দু হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকানরা। বাংলাদেশের বিপক্ষে এবার ২ টেস্টের সিরিজে অবশ্য এম্বুলদেনিয়া না থাকায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিকল্প চিন্তায় দুবিন্দু তিলকারতেœ, প্রভাত জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসদেরই রেখেছিল। মাত্র ১০টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার জয়াবিক্রমা ছিলেন পছন্দের তালিকায় অনেক পরে। কিন্তু বাকিদের ফিটনেস সমস্যায় মোরাতুয়ায় জন্ম নেয়া এ তরুণ অভিষেক ক্যাপ পেয়ে যান। হঠাৎ পাওয়া সেই সুযোগের দারুণ সদ্ব্যবহার করে বাজিমাত করেছেন এ বাঁহাতি স্পিনার। অভিষেকে শ্রীলঙ্কার পক্ষে বোলিং পারফর্মেন্সে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ম্যাচে ১১ উইকেট নিয়ে। বাঁহাতি স্পিনার হিসেবে তার এই নৈপুণ্য নতুন বিশ্বরেকর্ড গড়েছে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবার প্রথম টেস্টেই কুখ্যাতি কুড়িয়েছে শুধু একতরফাভাবে ব্যাটিং সহায়ক হওয়ার কারণে। ডিমেরিট পয়েন্টও পেয়েছে বোলাররা ৫ দিনেও তেমন সুবিধা না পাওয়ায়। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টের প্রথমদিন শেষ হওয়ার পর একই ব্যাপার ঘটবে এমনটাই মনে হচ্ছিল। তবে ম্যাচের তৃতীয়দিন ভোল পাল্টে স্পিনিং উইকেটে পরিণত হয় পাল্লেকেলে। সেই সুযোগ নিয়ে রেকর্ড গড়েন ২২ বছর বয়সী তরুণ বাঁহাতি স্পিনার জয়াবিক্রমা। অভিষেকে দেশের পক্ষে সেরা বোলিং নৈপুণ্যের নজির গড়ে তুলে নেন ৯২ রান দিয়ে ৬ উইকেট। অভিষেকে এর আগে শ্রীলঙ্কার পক্ষে সেরা বোলিং করেন লেগস্পিনার উপুল চন্দনা। ১৯৯৯ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে অভিষেকে নিয়েছিলেন ১৭৯ রানে ৬ উইকেট। আর জয়াবিক্রমার বোলিং বিশ্লেষণ ৩২-৭-৯২-৬। অভিষেকে স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন কিংবা রঙ্গনা হেরাথরাও এত ভাল করতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও তার ঘূর্ণি ছোবলেই ধসে পড়েছে সফরকারী বাংলাদেশ। এবার তিনি নিয়েছেন ৮৬ রানে ৫ উইকেট। অভিষেক ম্যাচেই ৬৪ ওভার বোলিং করে ১৭৮ রান দিয়ে ১১ উইকেট। শ্রীলঙ্কার পক্ষে অভিষেক ম্যাচে এতদিন সেরা বোলিং ছিল আকিলা ধনঞ্জয়ার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিনি ম্যাচে মাত্র ১৫ ওভার বোলিং করে ৪৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন। এবার সব রেকর্ড ভেঙ্গে ফেললেন জয়াবিক্রমা। দারুণ টার্ন, বাউন্স দুটোই পেয়েছেন। লম্বা স্পেলে সঠিক লাইন-লেন্থে বোলিং করে যাওয়ার ফল পেয়েছেন তিনি। অভিষেকে ১১ উইকেট নিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে তৃতীয় তিনি।
×