ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইপিএলে টটেনহ্যাম ও আর্সেনালের জয়

প্রকাশিত: ২১:২৬, ৪ মে ২০২১

ইপিএলে টটেনহ্যাম ও আর্সেনালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের খুব কাছাকাছি ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলাই বলছেন ট্রফিটা এখন তাদের হাতের মুঠোয়। রবিবারই গত চার মৌসুমের মধ্যে তিনবার লীগ শিরোপা জয়ের উৎসব করার সুযোগ ছিল তাদের। প্রিমিয়ার লীগে ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে লিভারপুলের কাছে হারলেই চ্যাম্পিয়ন হয়ে যেত সিটিজেনরা। কিন্তু দর্শকদের বিদ্রোহের মুখে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। পরে স্থগিত করা হয়। ওল্ডট্র্যাফোর্ডে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু ম্যানইউ ক্লাবের স্বত্বাধিকারী ম্যালকম গ্লেজার পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দুই শ’র বেশি দর্শক মাঠে ঢুকে পড়ে। মাঠের বাইরেও বিক্ষোভ করে ইউনাইটেড ভক্তরা। একাদশ ঘোষণা করলেও নির্ধারিত সময়ে স্টেডিয়ামে যেতে পারেনি দুই দলের কেউ। তবে বাকি দুটি ম্যাচ হয়েছে যথারীতি। আর্সেনাল ২-০ গোলে পরাজিত করেছে নিউক্যাসল ইউনাইটেডকে। দিনের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পার নিজেদের মাঠে ৪-০ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে শেফিল্ড ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লীগে খুব খারাপ সময় পার করছে আর্সেনাল। দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে গানাররা। মোহামেদ এলনেনি দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। গত রাউন্ডে এভারটনের বিপক্ষে গোলরক্ষকের ভুলে ১-০ ব্যবধানে হেরেছিল মাইকেল আর্তেতার দল। এর আগে ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। শুধু তাই নয়, ইউরোপা লীগের সেমিফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে ভিয়ারিয়ালের মাঠেও ২-১ গোলে হেরে যায় ইংলিশ ক্লাবটি। আগামী বৃহস্পতিবার ফিরতি লেগে মাঠে নামবে আর্সেনাল। তার আগে প্রিমিয়ার লীগের এই জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াবে মাইকেল আর্তেতার শিষ্যদের। লীগে এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে আর্সেনাল। পঞ্চম মিনিটেই প্রথম সফলতার দেখা পায় তারা। ডানদিক থেকে ডি-বক্সে সতীর্থের পাসে শট নিতে পারেননি অবামেয়াং।
×