ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরাজয়ে টসকে দায়ী করছেন মুমিনুল

প্রকাশিত: ২১:২৫, ৪ মে ২০২১

পরাজয়ে টসকে দায়ী করছেন মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমটির মতো অভিজ্ঞতা হয়নি। একই ভেন্যুতে প্রথম ম্যাচ ড্র করা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ২০৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে। কারণ এবার ঘটনাক্রম ছিল উল্টো। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করেছে বাংলাদেশ। উইকেটও ছিল ব্যাটিং স্বর্গ। দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করেছে শ্রীলঙ্কা। তবে দু’দিন পর আর উইকেট ব্যাটিং সহায়ক থাকেনি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৭ উইকেটে ৪৯৩ রানের জবাবে ২৫১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দল। প্রথম ইনিংস শেষে ২৪২ রানে পিছিয়ে থাকাতেই ম্যাচটি অর্ধেক হারতে হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। প্রথম টেস্টে বাংলাদেশের ৭ উইকেটে ৫৪১ রানের জবাবে লঙ্কানরা তুলেছিল ৮ উইকেটে ৬৪৮। কিন্তু দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ৭ উইকেটে ৪৯৩-র জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৫১ রানে। এ বিষয়টিই বড় পার্থক্য গড়ে দেয়। মুমিনুল এ নিয়ে বললেন, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যখন কেবল আড়াই শ’ রান করলাম আমরা তখনই ম্যাচ অর্ধেক হেরে গিয়েছিলাম। প্রথম ইনিংসে আমাদের আরও ভাল ব্যাটিং করতে হতো।’ সেটি না পারার কারণেই চাপ বেড়েছে। কিন্তু এমন চাপ নিয়ে মুমিনুল বলেন, ‘আপনি যখনই আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করবেন তখন আপনার ওপরে চাপ থাকবেই। এই চাপ আপনাকেই সামলাতে হবে এবং চাপ সামলেই ভাল করতে হবে। প্রথম ম্যাচে সবাই যেভাবে অবদান রেখেছিল আমি খুশি হয়েছিলাম।’ দ্বিতীয় টেস্টে টস হারও অনেক বড় ব্যবধান গড়ে দিয়েছে। বাংলাদেশ দল আগে ব্যাট করতে পারলে হয়তো ফল অন্যরকম হতে পারতো। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘আমার মনে হয় এই টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। দেখুন প্রথম ২ দিনে কিন্তু উইকেটে বোলারদের জন্য কোন সুবিধা ছিল না। আমার মনে হয়েছে এই ম্যাচটার ৫০ শতাংশ ফলাফল টসের সময়ই নির্ধারণ হয়ে গিয়েছিল। কন্ডিশন অনেকটা একই।’ তবে এই টেস্ট শেষ হওয়ার পর ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে সাজানো একাদশও পড়েছে প্রশ্নের মুখে। কিছুটা স্পিন সহায়ক উইকেট হতে চলেছে জানার পরও বাংলাদেশ দল বাড়তি আরেকজন স্পিনার কেন নেয়নি? এ বিষয়ে মুমিনুল বলেন, ‘দেখতে অনেকটা একই রকম ছিল (উইকেট প্রথম টেস্টের মতো)। একজন কম স্পিনার খেলিয়েছি বলে যে প্রশ্ন হচ্ছে আমি যদি আগে ব্যাটিং করতাম তখন দেখতেন যে গল্পটা ভিন্নরকম হতো। ওরা হয়তো আমাদের জায়গায় থাকতো আজকে। আমরা আজকে ওদের জায়গায় থাকতাম। আর এসব উইকেটে খুব বেশি স্পিনারও লাগে না যেটা আমার কাছে মনে হয়েছে। তো আমাদের তো দুজন খুব ভালমানের স্পিনার ছিল, আমার মনে হয় না আরেকটা স্পিনার লাগতো।’
×