ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুনাফা তোলার চাপে কমল শেয়ারবাজারের সূচক

প্রকাশিত: ২১:১৯, ৪ মে ২০২১

মুনাফা তোলার চাপে কমল শেয়ারবাজারের সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বিনিয়োগকারীদের মধ্যে লাভে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে। এ কারণে সোমবার পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। ফলে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, সূচক ও লেনদেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা দেখা দেয়। বস্ত্র, ওষুধ ও রসায়ন, মিউচুয়াল ফান্ড এবং প্রকৌশল খাতের বেশিরভাগ শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। আর তাতে টানা চার কার্যদিবস পর পুঁজিবাজারে দরপতন হলো। বাজারের এই অবস্থানকে মূল্য সংশোধনে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সোমবার সূচকের ওঠানামার মাধ্যমে দিনের লেনদেন শুরু হলেও পৌনে এক ঘণ্টা পর থেকে শেয়ার বিক্রির চাপ বাড়তে শুরু করে। এতে কমতে থাকে সূচক। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় বড় দরপতন থেকে রক্ষা পায় পুঁজিবাজার। এদিন ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ারের। আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে তিনটির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি কোম্পানির শেয়ারের। এছাড়া বীমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে চারটির শেয়ারের। ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটির প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৬ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৯টির, অপরিবর্তিত রয়েছে ৭০টির। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় দুই শ’ কোটি টাকা লেনদেন কমেছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৫৩ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। লেনদেন হয়েছে মোট ৬২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকা।
×