ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীসহ তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন ॥ আটক ৫

প্রকাশিত: ২০:৫৫, ৪ মে ২০২১

প্রতিবন্ধীসহ তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন ॥ আটক ৫

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদ দিয়ে শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আটক, পাঁচজনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রাতে ফুলবাড়ী উপজলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে আফজাল হোসেন (৫৫), মহসিন আলীর ছেলে শাকিব বাবু (২৫), আব্দুল হালিমের ছেলে মমিনুল ইসলাম (২৮), মৃত ইউনুস আলীর ছেলে পলাশ হোসেন (২৮) ও জাফরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিপন ইসলাম (২৪)। উল্লখ্য, গত শনিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর বুদ্ধিজীবীর মোড় থেকে ছাগল চুরির অপবাদ দিয়ে উপজেলার ত্রিমোহনী স্লুইচগেট এলাকার বাসিন্দা ও শারীরিক প্রতিবন্ধী শামীম হাসান (১৬), পূর্ব জাফরপুর গ্রামের রাকিবুল ইসলাম (১৫) ও নিশাতকে (১৬) নিয়ে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে গুরুতর জখম করা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ে প্রকাশ্যে তিন কিশোরের পায়ে সিরিঞ্জের সুঁচ ফুটিয়ে নির্যাতন চালানো হয়।
×