ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গী প্রেসক্লাব ভবনে আগুন

প্রকাশিত: ২০:৫৩, ৪ মে ২০২১

টঙ্গী প্রেসক্লাব ভবনে আগুন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৩ মে ॥ টঙ্গী প্রেসক্লাবে সোমবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাব ভবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারে তারে ঘর্ষণের অগ্নিস্ফুলিঙ্গ দোতলার সিঁড়ির রুমের চালায় পড়লে সিঁড়ির রুমে আগুন ধরে যায়। আগুন প্রেসক্লাব ভবনের কিছু অংশ গ্রাস করে। এতে এসি এবং সিঁড়ির রুম পুড়ে যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র ইকবাল হোসেন জানান, ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিভিন্ন মালামাল পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি হায়দার সরকার ও সেক্রেটারি কালিম উল্লাহ ইকবাল জানান, অগ্নিকাণ্ডে টঙ্গী প্রেসক্লাবের টিনের চালা, ৫টি সিসি ক্যামেরা, দুটি এসি, একটি কম্পিউটার ও একটি টিভিসহ বিভিন্ন সরঞ্জমাদি পুড়ে গেছে।
×