ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কয়েদির গল্পের সূত্র ধরে ডাকাতির রহস্য উদ্ঘাটন ॥ আটক ৫

প্রকাশিত: ২০:৫২, ৪ মে ২০২১

কয়েদির গল্পের সূত্র ধরে ডাকাতির রহস্য উদ্ঘাটন ॥ আটক ৫

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ মে ॥ জেলখানায় পাওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের আলোচিত ১১ দোকান ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর ও ক্লুলেস ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেফতার ও ডাকাতিতে ব্যবহৃত ট্রাক আটক করা হয়েছে। সোমবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংবাদ বিফ্রিংয়ে এসব কথা বলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চোঠ বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৩৮), নওগাঁ সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামের মৃত গণি মন্ডলের ছেলে শাহজাহান মন্ডল (৩৮), রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ’র গোলজার হোসেনের ছেলে মোঃ সেলিম (২২), নওগাঁ সদর উপজেলার মৃত তমিজ মোল্লার ছেলে মোঃ নাসের (৫৫), রাজশাহী জেলার বাগমারা উপজেলার ফুলপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহীন আলম (২৭)। পুুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২১ জানুয়ারি বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে ১১টি দোকানে ডাকাতি হয়। পুলিশ কোনভাবেই এই মামলার কূলকিনারা উদ্ধার করতে পারছিল না। এমন সময় জেলখানায় এই ঘটনায় জড়িত ছিল বলে দাবি করে গল্প করেন রিপন নামের কয়েদি। পরে জেলফেরত আসামিদের কাছ থেকে ঘটনা জানতে পেরে অভিযানে নামে পুলিশ। নওগাঁ জেলায় অভিযান চালিয়ে আব্দুর রহমান, শাহজাহান আলী, মোঃ নাসের, মোঃ শাহীন আলী গ্রেফতার করা হয় এবং ডাকাতিতে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়। ডাকাতিতে জড়িত ১২ আসামির মধ্যে ৫ জন মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে আব্দুর রহমান এবং শাহজাহান আলী নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
×