ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় বনের জমিতে বেড়া দেয়ার অভিযোগে গ্রেফতার ২

প্রকাশিত: ২০:২৬, ৩ মে ২০২১

ভালুকায় বনের জমিতে বেড়া দেয়ার অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার মামারিশপুর এলাকায় ধামশুর মৌজার ৯৪৪নং দাগে হ্যান্স গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের টিন দিয়ে সীমানার বেড়া দেয়ার সময় সোমবার (৩মে)ভালুকা রেঞ্জ অফিসের লোকজন ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন। সূত্রে জানাযায়,ধামশুর মৌজার সিএস ৯৪৪ নং দাগে হ্যান্স গ্রুপ এক একর,ত্রিশ শতাংশ জমি ক্রয় করে ঢেউটিন দিয়ে সীমানা বেড়া দিতে ছিল। পাশের ৯৪৫নং দাগটিতে বনের দাবি রয়েছে। বন বিভাগের দাবি যেখানে টিনের বেড়া দেয়া হচ্ছে সেটা বন বিজ্ঞপ্তিভূক্ত। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হচ্ছে ৯৪৪নং দাগে কোনো বনের জমি নেই। ঘটনার সময় হবিরবাড়ি বিট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত হয়ে নির্মাণাধিন বেড়াটি ভেঙ্গে দিয়ে কোম্পানির দুই কর্মচারী উপজেলার আখালিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে জলিল উদ্দিন(৪০) ও ওই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম(২৫)কে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছেন। হ্যান্স গ্রুপের ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম জানান, আমারা ৯৪৪নং দাগে কাজ করছি। ওই দাগের বনের দাবি নেই। বনের লোকজন সীমানা নির্ধারন করা ছাড়াই অন্যায় ভাবে আমার লোকজনকে আটক করে নিয়ে বন আইনে মামলা দিয়েছে। হবিরবাড়ি বিট কর্মকর্তা দেওয়ান আলী জানান,গত ৩মাস যাবৎ এ জমি নিয়ে তাদের সাথে দেন দরবার হচ্ছিল। তারা বনের জমিতেই টিনের বেড়া দিচ্ছিল বলেই আমরা তাদেরকে আটক করে নিয়ে আসি।
×