ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্লাইওভারে অটোরিকশা উল্টে নিহত ১

প্রকাশিত: ১৭:২৯, ৩ মে ২০২১

ফ্লাইওভারে অটোরিকশা উল্টে নিহত ১

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে মো. শাহজাহান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২ মে) দিবাগত রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. আবুল বাসার ঢাবলেন, আমার ভাইয়ের বাসা নারায়ণগঞ্জের মদনগঞ্জে। রাতে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন। ফ্লাইওভার থেকে নামার সময় গতি বেশি থাকায় তা উল্টে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. শাহজাহান নারায়ণগঞ্জ জেলার মদনগঞ্জ এলাকায় স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দক্ষিণ চন্দ্রীপুর গ্রামে। তার বাবার নাম আশরাফ আলী। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন মৃধা বলেন, মৃত্যুর ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি। সোমবার (৩ মে) দুপুর ১২টায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে একজন আহত হন। পরে এখানে নিয়ে আসা হলে তিনি মারা যান। আমরা যাত্রাবাড়ী থানাকে জানিয়েছিলাম। পরিবারের কোনো অভিযোগ না থাকায় যাত্রাবাড়ী থানা পুলিশ বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করেছে।
×