ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিরোপাজয়ী ইন্টার মিলানকে জুভেন্টাসের অভিনন্দন

প্রকাশিত: ১৩:৫৯, ৩ মে ২০২১

শিরোপাজয়ী ইন্টার মিলানকে জুভেন্টাসের অভিনন্দন

অনলাইন ডেস্কতাদের ৯ বছরের আধিপত্য ভেঙেই সেরি আর শিরোপা জিতেছে ইন্টার মিলান। সেই জুভেন্টাসই ইতালির শীর্ষ লিগটির প্রথম দল হিসেবে অভিনন্দন জানাল সদ্য মুকুট জয়ী দলকে। সাস্সুয়োলোর বিপক্ষে রবিবার আতালান্তা ১-১ ড্র করায় মাঠে না নেমেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ইন্টারের। গত ১১ বছরে প্রথম ও সব মিলিয়ে ১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল তারা। গত ৯ মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলেছিল জুভেন্টাস। ২০১১-১২ মৌসুমে যেটির সূচনা হয়েছিল দলটির তখনকার কোচ আন্তোনিও কন্তের হাত ধরে। এই ইতালিয়ানই এবার তুরিনের দলটির আধিপত্য ভাঙলেন ইন্টারের কোচ হিসেবে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপাজয়ীদের অভিনন্দন জানায় ইতালির শীর্ষ লিগে রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস, ২০২০-২১ মৌসুমে সেরি আর শিরোপা জেতায় ইন্টারকে অভিনন্দন। আর জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি অভিনন্দন জানিয়েছেন ইন্টারের প্রেসিডেন্ট স্টিভেন ঝাংকে। “অভিনন্দন স্টিভেন! আপনার জন্য আমি খুশি। মাঠে আপনার নিবেদিত প্রতিপক্ষ এবং মাঠের বাইরে বন্ধু হিসেবে আমি গর্বিত। আমরা ফিরে আসব।” চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেল ইন্টারের। ৩৪ ম্যাচে তাদের ৮২ পয়েন্ট। রবিবার উদিনেজেকে ২-১ গোলে হারানো জুভেন্টাস ৬৯ পয়েন্ট নিয়ে তিনে আছে। তাদের সমান পয়েন্ট নিয়ে আতালান্তা দুইয়ে ও এসি মিলান আছে চার নম্বরে।
×