ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নামী-দামী ব্র্যান্ডের মোড়কে ভেজাল প্রসাধনী

প্রকাশিত: ২১:৩৯, ১ মে ২০২১

নামী-দামী ব্র্যান্ডের মোড়কে ভেজাল প্রসাধনী

স্টাফ রিপোর্টার ॥ নামীদামী ব্র্যান্ডের মোড়কে সারাদেশে বিক্রি হচ্ছে পুরান ঢাকার চকবাজারে তৈরি ভেজাল প্রসাধনী। এ ধরনের এক কারখানায় অভিযান চালিয়ে একবার ২ জনকে গ্রেফতার ও ৬ লাখ টাকা জরিমানা করেছিল র ্যা ব। একই সঙ্গে কারখানাটি সিলগালাও করে ভ্রাম্যমাণ আদালত। কারখানায় দেখা যায়, চলছে, প্রসাধনী তৈরির কাজ। কোন বৈজ্ঞানিক রীতিনীতি বা ফর্মুলার বালাই নেই। সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে নানা ব্র্যান্ডের প্রসাধনী তৈরি করত এই অনুমোদনহীন কোম্পানিটি। পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় বাসা ভাড়া নিয়ে তৈরি হয় রূপচর্চচার ভেজাল সামগ্রী। কয়েকজন জানান, এগুলো কি দিয়ে তৈরি করা হয়। সেটা আমরা জানি না। মহাজনের ভাগিনা তৈরি করে আমাদের দিয়ে যায়। আমরা সেগুলো প্যাকেটজাত করি। র ্যাব, বিএসটিআই ও এনএসআই এর অভিযানে ২ জনকে আটক করে সিলগালা করা হয় কারখানাটি। কারাখানার এক শ্রকিক জানান, এসব সামগ্রী চকবাজার থেকে সারা দেশে সরবরাহ করা হয়। বিএসটিআই বলছে, এসব ব্যবহার করলে শুরুর দিকে রং ফর্সা হবে ঠিকই কিন্তু মারাত্মক ক্ষতি হবে ত্বকের। দীর্ঘ দিন ব্যবহার করলে হতে পারে ক্যান্সারও। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু বলেন, এই কারাখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
×