ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহারুল ইসলাম সুজনের দুটি ছড়া

প্রকাশিত: ২০:৩১, ২৪ এপ্রিল ২০২১

শাহারুল ইসলাম সুজনের দুটি ছড়া

রমজানের ইবাদত রমজান এলো বছর ঘুরে রাখতে হবে রোজা, দ্বীনের পথে অটল হয়ে থাকতে হবে সোজা। পড়তে হবে অমর কিতাব আল কোরআনের বাণী, জ্ঞানের আলোয় জ্বালতে হবে আপন বিবেকখানি। উদার হয়ে সদকা ও দান করতে হবে বেশি, মুছতে হবে খারাপ যত হিংসে রেষারেষি। দিতে হবে খাবার তুলে গরিব দুঃখীর মুখে, সাধ্যমতো সেবা দিয়ে পালতে হবে সুখে। মিথ্যে আশা ভুলে গিয়ে ধরতে হবে নেকি, ভবের মায়া ছেড়ে যেন জান্নাতি পথ দেখি। * কালবৈশাখী ঝড় বৈশাখ এলে ভয়ে শোকে শিউরে ওঠে মন, কখন জানি ঢাকবে মেঘে পশ্চিম পূর্ব কোন গুড়ুম গুডুম ডাকবে আকাশ বজ্র ঝনাঝন। হালকা শীতল বায়ু দিয়ে একটুখানি পর, সা-সা রবে আসবে ধেয়ে কালবৈশাখী ঝড় গাছপালা সব পড়বে লুটে ভাঙবে বাড়িঘর। ধ্বংস হয়ে আসে ভয়াল কালবৈশাখী ঝড়, নরম স্বরে আম্মা বলেন কলমা দুরুদ পড় শান্তিদাতা ওহে মালিক একটু রহম কর।
×