ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারছে না॥ ফখরুল

প্রকাশিত: ১৭:৪৯, ২৩ এপ্রিল ২০২১

সরকার সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারছে না॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারছে না। শুক্রবার বিকেলে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমারান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতি তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন ব্যবহারের মাধ্যমে সরকার দমন-নিপীড়ন চালাচ্ছে। জনরোষ থেকে নিজেদেরকে রক্ষা করতে সরকার এই আইনটি ব্যবহার করছে। চলমান বৈশ্বিক অতিমারি করোনার মধ্যেও এই আইনের অপপ্রয়োগ করে নিজেদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার বিরুদ্ধ মতকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে। দেশ ও বিদেশের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনসহ সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ এই আইন বাতিলের দাবি করলেও সরকার এই আইন বাতিল করছে না। ফখরুল বলেন, সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, দমন-নিপীড়ন, গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপ এবং ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের দুর্নীতি, অনৈতিকতা, অনিয়ম, বেপরোয়া আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে। এতে লেখক, সাংবাদিক, কবি, কার্টুনিষ্ট, মানবাধিকার ও রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর জুলুম চালানো হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, যারা স্বাধীনভাবে গণমাধ্যমে নিজের মত প্রকাশের চেষ্টা করছে কিংবা বিরোধী দলীয় নেতাকর্মী যারা সরকারবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে তাদের জীবনে ডিজিটাল নিরাপত্তা আইনের নিষ্ঠুর কলাকানুনের মাধ্যমে নেমে আসছে ভয়ঙ্কর দুর্বিষহ পরিণতি। এরই ধারাবাহিকতায় খুলনার মেয়র ও তার স্বজনদের দুর্নীতি, অনৈতিক ও বেআইনী অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, এনটিভি’র ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সীর বিরুদ্ধে সাজানো মামলা দায়ের ও গ্রেফতার করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×