ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিনকে বাঁচাতে জনপ্রতি ২০ টাকা চান বন্ধুরা

প্রকাশিত: ১৬:১৪, ২৩ এপ্রিল ২০২১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিনকে বাঁচাতে জনপ্রতি ২০ টাকা চান বন্ধুরা

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী রবিন কুমার হালদার মরণব্যাধি লিউকেমিয়ায় ভুগছেন। বর্তমানে রবিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন আছেন। লকডাউন-পরবর্তী চিকিৎসার জন্য ইতোমধ্যেই ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিৎসকরা। চিকিৎসক বলেছেন, রবিনের যথাযথ চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিতে হবে। এতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। রবিনের সহপাঠীরা জানায়, ‘একজন মুদি দোকানি বাবার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। ‘আমরা প্রত্যেকে যদি ন্যূনতম ২০টি টাকাও রবিনের চিকিৎসার জন্য সাহায্য করি, রবিন বেঁচে যাবে। ১৮ কোটি মানুষের মধ্য থেকে মাত্র ১ লাখ মানুষ যদি ২০ টাকা করে সাহায্য করতে পারি, তাহলেই প্রয়োজনীয় ২০ লাখ টাকার জোগান সম্ভব।’ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচে সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অষ্টম ব্যাচে ভর্তি হন। তার রোল নম্বর বি ১৫০৪০৬০১৮। রবিনের গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তার বাবার নাম রতন কুমার হালদার। তার মা গৃহিণী। পরিবারে রবিনের আরেকটি বোন আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলাম বলেন, বিভাগের অষ্টম ব্যাচ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থী। দেশের সব মানুষের কাছে রবিনের জন্য সাহায্যের আহ্বান জানান তিনি। রবিনকে সাহায্য করতে চাইলে নিচের নম্বরগুলোতে মোবাইল ব্যাংকিং বিকাশ/রকেট/নগদ এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যাবে। বিকাশ এ সাহায্য পাঠাতে : রাইসুল ইসলাম (শিক্ষক) -০১৯১১ ১১১০১৬
×