ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ

প্রকাশিত: ১৬:১১, ২৩ এপ্রিল ২০২১

গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ভীড় ক্রমেই বাড়ছে। গত ১০ দিনে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ৪ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। এছাড়াও জেলার অন্য উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সগুলোতেও আরও শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতাল চত্ত্বরের সবচেয়ে ময়লা-আবর্জনাযুক্ত স্থানে একটি পরিত্যাক্ত ভবনে চলছে ডায়রিয়া ওয়ার্ডের কার্যক্রম। আসনসংখ্যাও অত্যন্ত সীমিত। ফলে ওয়ার্ডের বারান্দা ও বাইরে আবর্জনাযুক্ত খোলা জায়গায় সেডের নীচেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে রয়েছে গরু-ছাগলের অবাধ বিচরণ। মাদুর বা চাদর বিছিয়েই অনেকে চিকিৎসা নিচ্ছেন। ভর্তি রয়েছেন শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ। রোগীদের অনেকে বলেছেন, দু’একটি খাবার স্যালাইন ছাড়া হাসপাতাল থেকে তারা আর কিছু পাচ্ছেন না। বাকী সবকিছুই বাইরে থেকে তাদেরকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ২ শ’ ৫০ শয্যার মধ্যে করোনা রোগীর জন্য ১ শ’ শয্যা এবং বাকীদের জন্য রাখা দেড় শ’ শয্যায় ভর্তি রয়েছে প্রায় দ্বিগুণ রোগী। এছাড়াও রয়েছে চিকিৎসক সংকট। এসব প্রতিকূলতার মধ্য দিয়েই ডায়রিয়া রোগীদের চিকিৎসা-সেবা দেয়া হচ্ছে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানিয়েছেন, উপায় না পেয়ে পরিত্যাক্ত ভবনে ডায়ারিয়া রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। দু’একটি ঔষধ বাইরে থেকে কিনতে হলেও স্যালাইনসহ পর্যাপ্ত ঔষধ হাসপাতালে সরবরাহ রয়েছে। তিনি জানান, বেশকিছুদিন ধরে বিরাজমান উচ্চ তাপমাত্রা ও গরম আবহাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। তাপমাত্রা কমে গেলে ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
×