ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৩ লাখ ৩২ হাজার ৭৩০ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ এপ্রিল ২০২১

ভারতে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৩ লাখ ৩২ হাজার ৭৩০ করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক ॥ ভারতে টানা দ্বিতীয় দিন ৩ লাখের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার সকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত এবং দুই হাজার ২৬৩ রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার। বৃহস্পতিবার ভারত প্রথমবার একদিনে ৩ লাখের বেশি রোগী শনাক্তের বিশ্বরেকর্ডের কথা জানিয়েছিল; শুক্রবার তারা সেই রেকর্ডও টপকে গেল। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের একদিনে সর্বোচ্চ দুই লাখ ৯৭ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। ভারতের কর্তৃপক্ষ গত ৫ এপ্রিল প্রথমবার ২৪ ঘণ্টায় এক লাখের বেশি রোগী শনাক্তের কথা জানায়; আড়াই সপ্তাহের মধ্যেই তা ৩ লাখ ছাড়িয়ে গেল। সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতির কারণে দেশটির বিভিন্ন হাসপাতালে শয্যা, অক্সিজেন ও জীবনরক্ষাকারী ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। রোগীদের বাঁচাতে অসংখ্য হাসপাতালকেই এখন অক্সিজেন জোগাড়ে মরিয়া চেষ্টা চালাতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। পরিস্থিতি মোকাবেলায় পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার সফর বাতিল করে শুক্রবার কোভিড-১৯ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারীতে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে বৃহস্পতিবারও ৬৭ হাজার ১৩ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাগত আছে কেরালা, কর্ণাটক, তামিল নাডু ও অন্ধ্র প্রদেশেও। কেরালায় বৃহস্পতিবার ২৬ হাজার ৯৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, রাজ্যটিতে এর আগে কখনোই একদিনে এত রোগী মেলেনি। কর্ণাটকে শনাক্ত হয়েছে ২৫ হাজারের বেশি রোগী। একদিনে ২৬ হাজারের বেশি নতুন রোগী দেখা দিল্লীতে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত ৩০৬ জনের মৃত্যু হয়েছে। শহরটিতে এটাই একদিনে কোভিড-১৯ এ সর্বোচ্চ মৃত্যু। পরিস্থিতি মোকাবেলায় হরিয়ানায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে, জরুরি নয় এমন সব জমায়েতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আসামে নতুন এক হাজার ৯৩১ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৩১ হাজার ছাড়িয়ে গেল। ভাইরাস এ পর্যন্ত রাজ্যটির এক হাজার ১৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। চলমান এ জনস্বাস্থ্য সংকট মোকাবেলায় বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন ও জরুরি ওষুধ সরবরাহ এবং টিকাদান কর্মসূচি নিয়ে একটি ‘জাতীয় পরিকল্পনা’ দাঁড় করাতে নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
×