ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাতের আধাঁরে হালদায় অভিযান, ৫ হাজার মিটার জাল জব্দ

প্রকাশিত: ১১:৪৭, ২৩ এপ্রিল ২০২১

রাতের আধাঁরে হালদায় অভিযান, ৫ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ প্রজনন মৌসুমকে সামনে রেখে বৃহস্পতিবার দিবাগত রাতের আধাঁরে হাটহাজারী উপজেলা প্রশাসন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে। হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে।মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও এখন তৎপর ইফতার এবং সেহরির সময়ে। এ সময়ে প্রশাসন অভিযান করবেনা তাদের ভাবনা ছিল এরকম। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় ইফতারের পর রাত ১০ টা পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন । সাত্তারঘাট থেকে উত্তর মেখল সহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান করে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। মেখল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইউম, আইডিএফ সদস্য,আনসার সদস্যরা, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান অভিযানে সহায়তা করেন।উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ করা যেতে পারে যে, সরকার হালদার মাছ,জীব-বৈচিত্র ও ডলফিন (শুশুক) রক্ষায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট নৌ-থানার অধিনে নৌ-পুলিশের একটি ফাঁড়ি স্থাপন করা হলেও এ যাবৎ তাদের কোন ভূমিকা দেখা যাচ্ছেনা বলেও অভিযোগ পাওয়া গেছে।
×