ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিমাগো র‌্যাঙ্কিংয়ে দ্বাদশ জবি

প্রকাশিত: ০০:৫২, ২৩ এপ্রিল ২০২১

সিমাগো র‌্যাঙ্কিংয়ে দ্বাদশ জবি

জবি সংবাদদাতা ॥ আন্তর্জাতিক মানদ-ে বাংলাদেশের সরকারী-বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, উদ্ভাবন ও সামাজিক অবস্থানে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান দৈনিক জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, বিশ্বখ্যাত সিমাগো ইনস্টিটিউশন্সের ওয়েবসাইটে প্রকাশিত ২০২১ সালের র‌্যাঙ্কিংয়ের প্রতিবেদনে বাংলাদেশের ৩০টি সরকারী-বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৮তম। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম অবস্থানে আছে জবি। এশিয়া অঞ্চলে ৪৪৬ ও আন্তর্জাতিকভাবে ৮২৪তম অবস্থানে আছে বিশ্ববিদ্যালয়টি। নড়াইলে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২২ এপ্রিল ॥ লোহাগড়ায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তা উদ্ধার করা হয়। গুরুতর আহত লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের দিকে লুটিয়া ও কুমড়ি গ্রামের বিবদমান দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে ওই হামলার ঘটনা ঘটে। আহত এএসআই মিকাইল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মীর আলমগীরের মাথায়, বাম হাতের কনুইয়ে কোপানো হয়েছে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।
×