ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেফাজতী তাণ্ডবসহ ১৬ মামলার তদন্তে পিবিআই

প্রকাশিত: ২৩:৫৩, ২৩ এপ্রিল ২০২১

হেফাজতী তাণ্ডবসহ ১৬ মামলার তদন্তে পিবিআই

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন জায়গায় হরতাল ও সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় এবং মামুনুলের রিসোর্টকাণ্ডে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, গত ২৬ মার্চের পর থেকে ৬ জেলায় দায়ের করা ১৬ মামলার তদন্ত করছে পিবিআই। তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে। পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান, গত ২৬ মার্চের পর মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়। ওইসব মামলার মধ্যে ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই। পুলিশ সদর দফতরের নির্দেশে এই মামলাগুলো তদন্তভার তারা পেয়েছেন। পিবিআই শুরু থেকেই প্রতিটি মামলার ঘটনায় ঘটনাস্থল অনুসারে স্থিরচিত্র ও ভিডিওচিত্র ধারণ করে রাখতে চেষ্টা করেছে। এসব ঘটনায় অনেক মামলা হয়েছে। বনজ কুমার বলেন, বেশিরভাগ মামলার ডকেট আমরা পেয়েছি, দুই-একটি পাওয়ার অপেক্ষায়। এসব মামলায় কিছু ভিডিওচিত্র রয়েছে পিবিআই এসব ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করতে চেষ্টা করবে। যারা সহিংসতাকাণ্ডে জড়িত ছিলেন না তাদের এসব মামলায় কোনভাবেই সম্পৃক্ত করবে না পিবিআই। ডিআইজি বনজ কুমার জানান, নাশকতা, হত্যার চেষ্টা, ধ্বংসাত্মক কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ওইসব মামলার তদন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুতই দোষীদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর আগে হেফাজতে ইসলামের ২৩ মামলার দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করেছিল হেফাজতে ইসলাম। গত ২৬ মার্চ মোদির আগমন ঠেকাতে হেফাজতের আন্দোলন ও হরতালের মধ্যে সংঘর্ষ-তাণ্ডবের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন জায়গায় হরতাল এবং সম্প্রতি হেফাজত ব্যাপক তাণ্ডব চালায়। এছাড়া নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক নারী কাণ্ড নিয়ে তুলকালাম ঘটনা ঘটায়।
×