ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে করোনার তিন গুণ শক্তিশালী নতুন ধরন শনাক্ত

প্রকাশিত: ২৩:৪৬, ২৩ এপ্রিল ২০২১

ভারতে করোনার তিন গুণ শক্তিশালী নতুন ধরন শনাক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সবকটি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৫১ লাখ ৪ হাজার ৪৪৮ জন। এরমধ্যে ৩০ লাখ ৭৯ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১২ কোটি ৩১ লাখ ২৭ হাজার ২২২ জন। খবর এএফপি, বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। এদিকে ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে সারাবিশ্বে ছড়িয়েছে আতঙ্ক। আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন এমন ব্যক্তিকেও আবার আক্রান্ত করতে সক্ষম ভাইরাসের এই নতুন ধরন। একে বলা হচ্ছে ডাবল মিউটিশন। তবে করোনাভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’-এর আতঙ্ক কাটতে না কাটতেই দেশটিতে শনাক্ত হয়েছে ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’ বা তিনবার রূপ পরিবর্তনকারী ধরন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মহারাষ্ট্র, দিল্লী ও পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যেই ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার তিনটি আলাদা ধরন একীভূত হয়ে সৃষ্টি হওয়া ভাইরাসের এই নতুন ধরনটির সংক্রমণ ক্ষমতাও প্রায় তিনগুণ বেশি। যার কারণে ভাইরাসের নতুন ধরনে আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতিও হচ্ছে খুব দ্রুত। সব রেকর্ড ভেঙ্গে ভারতে তিন লক্ষাধিক আক্রান্ত ॥ দ্বিতীয় দফায় ভারতে সুনামির মতো বাড়ছে মহামারী করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লক্ষাধিক মানুষ কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একইদিনে ভারতে রেকর্ড দুই সহ¯্র্রাধিক করোনা রোগীর মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার ভারতে নতুন করে করোনায় আরও ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। এদিন রেকর্ড সর্বাধিক ২ হাজার ১০২ মানুষের প্রাণহানি হয়েছে করোনায়। বিহারে দুই হাসপাতালের পাঁচ শতাধিক চিকিৎসক নার্স করোনায় আক্রান্ত ॥ করোনা মহামারীর ভয়াবহ অবনতির কারণে ভারতের হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে সঙ্কট। এবার দেশটির বিহার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নেমে এলো আরও বড় বিপর্যয়। রাজ্যটির রাজধানী পাটনার দুটি হাসপাতালের ৫০০-র বেশি চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থায় নেমে এসেছে অচলাবস্থা। ভারতের শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত ॥ ভারতের কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ বোধ করায় বুধবার করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। সেই পরীক্ষার রিপোর্ট এসেছে করোনা পজিটিভ। টুইটারে তিনি মন্ত্রী নিজেই জানিয়েছেন সংক্রমণের খবর। ভারতে দুই টিকার ফলই ‘অত্যন্ত সন্তোষজনক’ ॥ মহামারী করোনাভাইরাস মোকাবেলায় ভারতে গণহারে দুটি টিকাদান কর্মসূচীর ফলই ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে দাবি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ কর্তৃক প্রকাশিত তথ্য-পরিসংখ্যান পেশ করে এমন আশার কথাই জানানো হয়েছে।
×