ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

প্রকাশিত: ২৩:৪৪, ২৩ এপ্রিল ২০২১

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন কুড়িগ্রাম জেলার বিভিন্নস্তরের জনগণ। জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে বৃহস্পতিবার একই জেলার শিল্পকলা ভবনে শোকসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলার সম্পাদক রাসেদুজ্জামান বাবু। অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা শিল্পকলার সম্পাদক ও কুড়িগ্রাম প্রথম আলো বন্ধুসভার সদস্যরা শোক প্রকাশ করেছেন। জেলা শিল্পকলার সম্পাদক রাসেদুজ্জামান বাবু শহরের সবুজপাড়ার শিল্পকলা ভবনে শোকসভার আয়োজন করে। সভাপতিত্ব করেন শিল্পকলার সম্পাদক রাসেদুজ্জামান বাবু। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, ড. আনোয়ার হোসেন, কবি ও নাট্যকার আবদুল খালেক ফারুক, শিক্ষাবিদ আবু জুবায়ের আল মুকুল। অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, জনকণ্ঠ সম্পাদক একজন দেশবরেণ্য সফল সম্পাদক ছিলেন। তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপোস করেননি। যৌবনের সোনালি দিনগুলোতে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বাংলাদেশকে এক অসাম্প্রদায়িক দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। জনকণ্ঠ সবসময় নীতির প্রশ্নে আপোসহীন থেকেছে। এ জন্য তাকে বিশেষ করে বিএনপি আমলে এবং ওয়ান/ইলেভেনের সময় একের পর এক নির্যাতন সহ্য করতে হয়েছে। তিনি ফতোয়াবাজ ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ‘সেই রাজাকার’ সিরিজ প্রকাশ করেছিলেন। যে কারণে যুদ্ধাপরাধীরা জনকণ্ঠ ভবন উড়িয়ে দেয়ারও চেষ্টা করেছিল। জাতি এই নির্লোভ মানুষকে যুগের পর যুগ স্মরণ করবে। বক্তারা বলেন, যতই বাধা আসুক জনকণ্ঠকে দমিয়ে রাখতে পারবে না। পাঠকপ্রিয় জনকণ্ঠ সত্যের প্রতি আজও অবিচল। এ জন্য বিভিন্ন সময় পত্রিকাটির সম্পাদক ও তার প্রতিষ্ঠান হয়রানির স্বীকার হয়েছে। প্রথম আলো বন্ধুসভার সদস্যরাও এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। তার মৃত্যুর এক মাস পার হলেও কুড়িগ্রামের বহু মানুষ টেলিফোনে এবং নিজে কুড়িগ্রাম জনকণ্ঠ অফিসে এসে সমবেদনা প্রকাশ করছেন।
×