ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ০০:০৬, ২২ এপ্রিল ২০২১

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বীর মুক্তিযোদ্ধা, সাবেক সরকারী কর্মকর্তা শহরের মোহাজের পাড়ার বাসিন্দা ডাক্তার আনোয়ার হোসেন মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও ছয় কন্যা রেখে গেছেন। বুধবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পৌর শহরের বড় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ এপ্রিল ॥ নিয়ামতপুর উপজেলার পানিশাইণ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৬৮) মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর তার নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনারসহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মনিরুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু (৫৬) চিকিৎসা করাতে গিয়ে ভারতের বেঙ্গালুরুর একটি হার্ট সেন্টারে বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, মা, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার লাশ প্রথমে বিমানযোগে বেঙ্গালুরু থেকে কলকাতায় নেয়া হবে। সেখান থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা হবে। মকবুল আহমেদ মজুমদার পরশুরাম নিবাসী মকবুল আহমেদ মজুমদার (৭৬) বুধবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি সহধর্মিনী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আজ বেলা এগারোটায় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। নৈদার চাঁদ শেখ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ব্যবসায়ী নৈদার চাঁদ শেখ (৪০) বুধবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বকুলের মোড়ের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বেলা সাড়ে এগারোটায় পূর্ব টেংরী কবরস্থান মসজিদ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
×