ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৈরিতলা খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বহাল

প্রকাশিত: ০০:০৬, ২২ এপ্রিল ২০২১

কৈরিতলা খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বহাল

স্টাফ রিপোর্টার ॥ বরগুনার ভারানির (কৈরিতলা) খালপাড়ের দেড় কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ৭ জানুয়ারি হাইকোর্টের দেয়া নির্দেশ বহাল রেখেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের সংশোধিত আদেশও স্থগিত করে দিয়েছে আপীল বিভাগ। অন্যদিকে অস্ত্র আইনের মামলায় মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের ছোট ভাই, আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধানের জামিন বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপীল আবেদনটি শুনানির জন্য আগামী ২৯ এপ্রিল দিন ঠিক করে দিয়েছে চেম্বার আদালত।
×