ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার বেকারিকে জরিমানা

প্রকাশিত: ০০:০৫, ২২ এপ্রিল ২০২১

চার বেকারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অভিযোগে চারটি বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় ও বিএসটিআইয়ের সহায়তায় চারটি বেকারিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। র‌্যাব-২-এর একটি সূত্র জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকার পারভিন বেকারি, হাসান শাহ রুটি ও বিস্কুট ফ্যাক্টরি, সেভেন স্টার ফুড প্রোডাক্টস এবং মায়ের দোয়া রুটি ও বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা গেছে, কারখানাগুলো অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বাজারজাত করে আসছে। গার্মেন্টসে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার কুতুবআইলের কাঠেরপুল এলাকায় ক্যাডটেক্স গার্মেন্টস কারখানার একটি স্টান্ডার্ড মেশিনে বিস্ফোরণের পর অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কারখানার মেশিন ও কাপড় পুড়ে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। তিনি জানায়, স্টান্ডার্ড মেশিনে বিস্ফোরণের পর কারখানার ভেতরে আগুনে ধরে যায়। খবর পেয়ে ম-লপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মেশিন ও শুকনো কাপড় পুড়ে গেছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
×