ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে তিন বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০০:০৫, ২২ এপ্রিল ২০২১

রাজধানীতে তিন বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসার ছয়তলা থেকে সানজু নামে তিন বছরের এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) আকিব নূর জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর বাসায় একটি শিশুর মৃত্যুর খবর পান। তারা জানতে পারেন, সানজু নামের ওই শিশু বাথটাবে ডুবে মারা গেছে। পরে রাতে শিশু সানজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। বুধবার সকালে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসআই আকিব নূর জানান, বাসাটির মালিক সৈয়দ রেজওয়ানুল কবির। সেখানে তিনি ছাড়া দুজন গৃহপরিচারক থাকেন। মাসখানেক আগে ওই বাড়ির মালিক রেজওয়ানুলের গ্রাম সম্পর্কিত একজন আত্মীয় তার তিন বছরের ছেলেকে নিয়ে বেড়াতে আসেন। ওই নারী রাজধানীর মগবাজারে কাজ করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তিনি জানান, আসলে বাথটাবে পড়ে শিশু সানজু মারা গেছে। নাকি খুন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। তবে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে সূত্র জানায়, শিশু সানজুর মৃত্যু রহস্যজনক। এজন্য তার লাশের ভিসেরা পরীক্ষার জন্য মহাখালী পাঠানো হয়েছে।
×