ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ ফ্লাইট চালু

প্রকাশিত: ০০:০৪, ২২ এপ্রিল ২০২১

অভ্যন্তরীণ ফ্লাইট চালু

স্টাফ রিপোর্টার ॥ লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ মানতে গণপরিবহন বন্ধ থাকলেও চালু হলো অভ্যন্তরীণ ফ্লাইট। বুধবার সকাল থেকেই কক্সবাজার ছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার ফ্লাইট শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার থেকে তাদের ফ্লাইট চালু শুরু করবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধির সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। ২২ এপ্রিল ঢাকা থেকে রাজশাহী রুটে ফ্লাইট শুরু হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট যশোর ও চট্টগ্রামে গেছে। এছাড়াও দিনব্যাপী অন্যান্য এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার। তবে কোন এয়ারলাইন্স কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট ঘোষণা করেনি। প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। বুধবার রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে ৩টি, সিলেটে ২টি, যশোরে ২টি, সৈয়দপুরে ২টি ও বরিশালে ১টি ফ্লাইট পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে। গন্তব্যগুলো হলো ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-যশোর-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরের প্রবেশ মুখে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়।
×