ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদানী আরও দুদিনের রিমান্ডে

প্রকাশিত: ০০:০৪, ২২ এপ্রিল ২০২১

মাদানী আরও দুদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিতর্কিত ‘বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য আরও একটি মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জিএমপির বাসন থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন শুনানিকালে বুধবার আদালতের বিচারক গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গাছা থানার অপর একটি মামলায় দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করা হয়। জিজ্ঞাসাবাদকালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন আদালতের সহকারী কমিশনার শুভাশীষ ধর জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত কথিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে জিএমপির বাসন থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে গত ১৮ এপ্রিল আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সাখাওয়াত হোসেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহার রিমান্ড শুনানির ধার্য তারিখ বুধবার ভার্চুয়ালি শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক। জিএমপির সহকারী কমিশনার শুভাশীষ ধর আরও জানান, এর আগে জিএমপির গাছা থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের অপর একটি মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গত রবিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ থেকে গাছা থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রফিকুল ইসলাম মাদানীকে আদালতে হাজির করা হলে আদালত তাকে পুনরায় কারাগারে প্রেরণের আদেশ দেন। জিজ্ঞাসাবাদ কালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।
×