ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে করোনায় দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়াল

প্রকাশিত: ২৩:৪৫, ২২ এপ্রিল ২০২১

ভারতে করোনায় দৈনিক মৃত্যু দুই হাজার ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সবকটি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৪২ লাখ ৬ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩০ লাখ ৬৫ হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৯০২ জন। খবর এএফপি, বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। এদিকে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ ২০২৩ জনের মৃত্যু দেখল ভারত। কোভিড-১৯ সংক্রমণ নিয়ে বেসামাল অবস্থার মধ্যে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড দ্ইু লাখ ৯৫ হাজার ৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে বুধবার স্থানীয় সময় সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে দেখা গেছে। এ নিয়ে টানা সপ্তম দিন দেশটিতে দুই লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হলো। এদিন মৃত্যু ও নতুন সংক্রমণ, এই দুই ক্ষেত্রেই দেশটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতে প্রতি ঘণ্টায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু ॥ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কার্যত দিশাহারা গোটা ভারত। এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে নতুন আরও একটি তথ্য।
×