ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ

প্রকাশিত: ২৩:৪৪, ২২ এপ্রিল ২০২১

রাজধানীর সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ

স্টাফ রিপোর্টার ॥ লকডাউনের অষ্টম দিনে রাজধানীতে বাস মিনিবাস ছাড়া সব ধরনের পরিবহন চলাচল করেছে। এতদিন পুলিশের চেকপোস্টে কড়াকড়ি দেখা গেলেও বুধবার দেখা গেছে উল্টো চিত্র। রাজধানীর কোন কোন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপও দেখা গেছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ না মানায় ও মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এদিন সরেজমিনে রাজধানীর উত্তরা এয়ারপোর্ট মহাখালী, মোহাম্মদপুর, গাবতলী, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ধানম-ি, মালিবাগ, মগবাজার, কাকরাইল ও পল্টন ঘুরে দেখা গেছে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট নেই। কোন কোন মোড়ে চেকপোস্ট থাকলেও তাতে পুলিশের উপস্থিতি নেই। এলাকাগুলো ঘুরে দেখা যায়, মোটরসাইকেলে দুজন আরোহন করছে এবং সিএনজিতে চার থেকে পাঁচজন পর্যন্ত চলাচল করছে। মোটরসাইকেলে দুজন চলাচল করলেও পুলিশ তাদের দেখে অনেকটা নিশ্চুপ অবস্থায় দাঁড়িয়ে ছিল। এমনকি মোটরসাইকেলে ডেকে ডেকে যাত্রী তুলতেও দেখা যায় অনেক রাইডারকে। এমনকি ফার্মগেটে গত কয়দিন যেখানে পুলিশের চেকপোস্টে ছিল সেখানে গতকাল পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এছাড়াও রাজধানীর কিছু কিছু সড়কে যানজট না থাকলেও কোথাও কোথাও সিগন্যাল লক্ষ্য করা গেছে। সড়কজুড়েই রিক্সা আর সিএনজির আধিপত্য চলছে। আর সড়কে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নাম প্রকাশ্যে অনিচ্ছুক কারওয়ান বাজারের একজন ট্রাফিক সার্জেন্ট বলেন, লকডাউনে রাস্তায় চলাচলে বিধিনিষেধ থাকলেও অনেকে বিনা প্রয়োজনেও বের হচ্ছেন। আমরা এমন ক্ষেত্রে জরিমানা করছি। আবার কেউ কেউ বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। তবে জরুরী সেবায় সম্পৃক্ত ব্যক্তিরা অবাধে চলাচল করতে পারছেন। লকডাউনের অষ্টম দিনে নানা রকম অজুহাত দেখিয়ে ঘরের বাইরে আসছেন নগরবাসী। লকডাউনের দিন বাডার সঙ্গে সঙ্গে মানুষজনের ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। প্রয়োজন না থাকলেও কেউ কেউ নানা অজুহাত নিয়ে ঘর থেকে বের হয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানুষের চলাচল নিয়ন্ত্রণে তৎপর দেখা গেছে। প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে ভেতরে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। সন্তোষজনক কারণ বলতে না পারলে সেসব যানবাহন ফিরিয়ে দেয়া হয়েছে। প্রধান সড়কে রিক্সাযোগে যাত্রী এলে যাত্রী নামিয়ে রিক্সা ঘুরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা।
×