ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শাহীনকে নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ২৩:৪৩, ২২ এপ্রিল ২০২১

সাংবাদিক শাহীনকে নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ এপ্রিল ॥ সাংবাদিক শাহীনকে বিজিবির দেয়া এক বোতল ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে উদ্ধার মামলায় বিচারিক আদালত তার জব্দকৃত মোবাইল ফোন, নগদ অর্থ ও মোটরসাইকেলটির মালিকানা যাচাইয়ের নির্দেশনা দিয়ে সদর থানা পুলিশকে দ্রুত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা দিয়েছে। পুলিশ বুধবার মোটরসাইকেলের মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএ লালমনিরহাট দফতরের সহকারী পরিচালকের কাছে আবেদনপত্র দিয়েছে। এদিকে সাংবাদিক শাহীনকে ১৬ এপ্রিল রাতে নির্যাতন ও ষড়যন্ত্রের মামলার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আহমেদুর রহমান মুকুল জানান, আদালতের মাধ্যমে ফোন, অর্থ ও মোটরসাইকেল জিম্মায় চাওয়া হয়েছে। এতে করে আদালত মালিকানা যাচাইয়ের জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছে। এটা সাংবাদিক সমাজের দ্বিতীয় দফা বিজয়। তিনি বলেন, সাংবাদিক শাহীনকে ১৬ এপ্রিল রাতে নির্যাতন ও ষড়যন্ত্রের মামলাটি সম্পর্কে সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। সেই সঙ্গে এই ষড়যন্ত্র গোটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংবাদকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারী বর্ণচোরাদের মুখোশ উন্মোচনের দাবি উঠেছে। একই সঙ্গে সাংবাদিক শাহীনের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও থেমে নেই। ছায়া শক্রর সঙ্গে লড়াই করতে গিয়ে মহাবিপাকে সাংবাদিকের পরিবার। বিভিন্ন মহল হতে পরিবারকে চুপ থাকতে পরামর্শ দিয়ে সুকৌশলে হুমকি দিচ্ছে। শাহীনকে লালমনিরহাট ছেড়ে অন্যত্র গোপনে কয়েক দিনের জন্য চলে যেতে তোড়জোড় ও ভয়ভীতি দেখানো হচ্ছে। তার সমস্ত ফোনকল রেকর্ড করা হচ্ছে বলে প্রচ্ছন্ন হুমকি দেয়া হচ্ছে। তার পরিবারকে হয়রানির হুমকি দেয়া হচ্ছে। এদিকে ১৫ বিজিবি’র কুলাঘাট বিশেষ বিওপি ক্যাম্পসহ এই ক্যাম্প হতে প্রায় ১৫/২০ কিলোমিটার দূরে ১৫ বিজিবির অধিনে গোরক ম-ল বিওপি ক্যাম্পটির সকল বিজিবি সদস্যকে পরিবর্তন করে নতুন সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি’র ঢাকার একটি প্রতিনিধি দল মাঠে পর্যায়ে তদন্তে কাজ করছে বলে জানা গেছে। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
×