ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি কোভিড হাসপাতালে রোগীর চাপ বাড়ছে

প্রকাশিত: ২৩:৪২, ২২ এপ্রিল ২০২১

ডিএনসিসি কোভিড হাসপাতালে রোগীর চাপ বাড়ছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের বৃহৎ করোনা হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে। মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এখন ১২৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। বুধবার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের সামনে এক জরুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক এ বি এম নাসির উদ্দিন। তিনি বলেন, ঢাকাসহ সারাদেশের করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। আমরা এখন পর্যন্ত কাউকে ফেরত পাঠাইনি। তবে এভাবে সব রোগী এখানে আসতে শুরু করলে সেবা দিতে হিমশিম খেতে হবে। হাসপাতালটি উদ্বোধন হলেও এখনও জনবল সঙ্কট রয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, এক হাজার শয্যার হাসপাতালে ২৫০টি শয্যা নিয়ে যাত্রা শুরু করেছি। পর্যাপ্ত জনবল না পাওয়ায় চিকিৎসা সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বুধবার আরও কিছু চিকিৎসক এবং নার্স কাজে যোগ দেবেন। মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজন রোগী মারা গেছেন। হাসপাতালটি উদ্বোধনের পর এখন পর্যন্ত মোট ১৩ জন মারা গেছেন। যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত ৩০০ জন করোনা রোগী চিকিৎসা নিয়েছেন।
×