ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে করোনায় কৃতী ফুটবলারের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৭, ২২ এপ্রিল ২০২১

বাগেরহাটে করোনায় কৃতী ফুটবলারের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের কৃতী ফুটবলার রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পুষ্পল চক্রবর্তী (৬১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ফকিরহাটের মুলঘরের চিত্তরঞ্জন চক্রবর্তীর ছেলে। বুধবার দুপুরের দিকে খুমেক হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন সন্ধ্যায় ১ ছেলে ও ১ মেয়ের পিতা পুষ্পল চক্রবর্তীকে ‘কোয়ানটাম ফাউন্ডেশন খুলনা’র সেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মুলঘর পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করেন। গত ১৩ এপ্রিল তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। এ নিয়ে বাগেরহাটে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। যার মধ্যে ১৩ জন ফকিরহাটের। এদিকে, বাগেরহাটে গত ৮ দিনে ২৪ হাজার ১৭ জন করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে ১৬ হাজার ৩শ’ ৩৯ জন পুরুষ এবং ৭ হাজার ৬শ’ ৭৮ জন নারী রয়েছেন। এছাড়া ৫৪ হাজার ৪শ’ সাতজন করোনাভাইরাসের প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। পাল্টাপাল্টি হামলায় ২০টি বাড়ি ভাংচুর-লুট ॥ বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের দফায় দফায় হামলা ও পাল্টা হামলায় ২০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
×